আজ সেরা গোলরক্ষক নাভাসকে পাচ্ছে না পিএসজি

খেলা ডেস্ক


আগস্ট ১৮, ২০২০
১১:৩৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২০
১১:৩৫ অপরাহ্ন



আজ সেরা গোলরক্ষক নাভাসকে পাচ্ছে না পিএসজি

দীর্ঘ ২৫ বছর পর ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দলটির ইতিহাসের প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ। আজ মঙ্গলবার রাত ১টায় লাইপজিগের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পিএসজি। 

তবে আজকের সেমিফাইনালে নামার আগে বড় ধাক্কা খেয়েছে দলটি। গোলপোস্টের নিচে সেরা গোলরক্ষক কেইলর নাভাসকে পাচ্ছে না পিএসজি। ইনজুরির কারণে ছিটকে গেছেন এ কোস্টারিকান গোলরক্ষক।

গত বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে আটালান্টার বিপক্ষে ৭৯তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন নাভাস। শঙ্কাটা তখন থেকেই ছিল। শেষ পর্যন্ত সে শঙ্কাই সত্যি হয়েছে। ঊরুর চোটে আরবি লাইপজিগের বিপক্ষে খেলতে পারবেন না নাভাস। এখনও তার চিকিৎসা চলছে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে ক্লাবটি। তবে আগামী বৃহস্পতিবার নাগাদ তার ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

নাভাসের অনুপস্থিতিতে পিএসজির গোলপোস্ট সামলানোর দায়িত্ব পাচ্ছেন সেভিয়া থেকে ধারে আনা সাবেক ফুলহাম গোলরক্ষক সের্জিও রিকো। আটালান্টার বিপক্ষেও বদলী হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মাত্র ৯ ম্যাচে খেলেছেন এই স্প্যানিশ গোলরক্ষক।

এএন/০৬