স্বপদে বহাল নুরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৮, ২০২০
০৭:৪৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২০
০৭:৪৩ অপরাহ্ন



স্বপদে বহাল নুরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ

শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়ার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন আদালত একই সঙ্গে তাকে চেয়ারম্যান পদে পূণর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহমান এই রায় প্রদান করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন চেয়ারম্যান মো. মুখলিছ মিয়ার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

গত ৮ মে শায়েস্তাগঞ্জ উপজেলার ৭ নম্বর নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়ার বিরুদ্ধে সরকারি ত্রাণের চাল ও ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছির আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ৩০০ কেজি চাল বিতরণে অনিয়মের কারণে চেয়ারম্যানের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

পরে গত (১২ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এসএইচআরডি/বিএ-০৩