সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৯, ২০২০
০৯:৫৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২০
১০:০০ পূর্বাহ্ন
ইতিহাস গড়া জয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ওঠেছে ফরাসি ক্লাব পিএসজি।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে প্রথম সেমিফাইনালে তাঁরা ৩-০ গোলে হারিয়েছে লাইপজিগকে।
পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি নেইমারের দল। খেলার ১২ মিনিটে গোল তাদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান মার্কিনিয়োস। দারুণ হেডে জাল কাঁপিয়ে দেন তিনি। আটলান্টার বিপক্ষে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মার্কিনিয়োসের গোলেই সমতায় ফিরেছিল পিএসজি। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনার তারকা আনহেল ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে, ৫৬ মিনিটে লাইপজিগের বিদায়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন হুয়ান বেরনাট।
পিএসজির আক্রমণাত্মক ফুটবলের কাছে পাত্তা পায়নি লাইপজিগ। যদিও চেষ্টা করেছে নবাগত দলটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতা আর পিএসজির রক্ষণের দৃঢ়তার কারণে গোল পাওয়া হয়নি তাঁদের।
পিএসজির হাত ধরে সর্বশেষ ১৬ বছরের মধ্যে ফ্রান্সের কোনো দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠলো।
ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্বে জার্মান কোনো ক্লাবের বিপক্ষে হারেনি পিএসজি। সেই রেকর্ডও অক্ষুণ্ণ থাকলো।
দ্বিতীয় সেমিফাইনালে বুধবার রাতে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিওঁ। এ ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী রোববার ফাইনালে লড়বে পিএসজি।