খেলা ডেস্ক
আগস্ট ১৯, ২০২০
০৫:৫১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২০
০৫:৫১ অপরাহ্ন
ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ওঠা পিএসজির হর্ষে পড়েছে বিষাদের ছায়া। মঙ্গলবার রাতে সেমিফাইনাল জয়ের পর নিয়ম না মেনে রাস্তায় আতশবাজি করায় ভক্তদের লাঠিপেটা করেছে পুলিশ।
করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে করোনা মহামারি আকার ধারণ করছিল। এখনও পরিস্থিতি আমূলে পরিবর্তন হয়নি। এর মাঝেও দেশটির সবচেয়ে জনপ্রিয় ক্লাব ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে ওঠায় দর্শকদের আনন্দের বাঁধ ভেঙে যায়। প্রিয় দল জেতায় রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতে দেখা যায় অনেককে। নেচে গেয়ে আতশবাজি ফোটায় তারা। এতে কোনো প্রকার স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি।
নিয়ম ভঙ্গ করায় দায়ে ভক্তদের কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অবস্থা বেগতিক দেখে পুলিশের সঙ্গে হাতাহাতিও বাঁধে। এছাড়া বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে বলেও ফ্রেঞ্চ গণমাধ্যমে এসেছে।
এএন/০৩