বার্সেলোনার নতুন কোচ হচ্ছেন রোনাল্ড কোম্যান

খেলা ডেস্ক


আগস্ট ১৯, ২০২০
০৯:০৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২০
০৯:০৭ অপরাহ্ন



বার্সেলোনার নতুন কোচ হচ্ছেন রোনাল্ড কোম্যান

 

স্প্যনিশ লা লিগার পর উয়েফা চ্যাম্পিয়ন লিগে দলের চরম ব্যর্থতায় পরিবর্তন আসছে বার্সেলোনায়। ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে কোচ কিকে সেতিয়েনকে।  আরও বড় পরিবর্তনের ঘোষণা দেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। 

এক বিবৃতিতে বার্সেলোনা থেকে বলা হয়, সেতিয়েনকে প্রধান কোচের ভূমিকায় রাখা হবে না, এ নিয়ে বোর্ড ডিরেক্টররা একমত। দলের বড় পরিবর্তনের অংশ হিসেবে তাকে বিদায় জানানো হল।’ এরপর সবার মনে ঘুরে ফিরে একই প্রশ্ন, কে হচ্ছেন বার্সার পরবর্তী কোচ?

আনুষ্ঠানিকভাবে না জানালেও রোনাল্ড কোম্যানই হচ্ছেন কাতালানদের পরবর্তি কোচ তা অনেকটা নিশ্চিত। কারণ ইতোমধ্যে এই ডাচ কোচের সাথে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে বার্সা। বর্তমানে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন কোম্যান। তবে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, এই সপ্তাহেই স্বদেশের কোচিং ছেড়ে বার্সায় চলে আসবেন এই কোচ।

এর আগে গত জানুয়ারীতেও কোম্যানকে প্রস্তাব দেয় বার্সা। কিন্তু তখন অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে এবার সব ঝামেলা চুকিয়ে স্পেনের ক্লাবটির সাথে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন সাবেক ডাচ ফুটবলার। কোম্যান ছাড়াও বার্সার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন জাভি হার্নান্দেজ এবং মরিসিও পচেত্তিনো। 

এএন/০৫