আরও ৪১ মৃত্যু, শনাক্ত ২৭৪৭

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৯, ২০২০
১০:৪৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২০
১০:৫৭ অপরাহ্ন



আরও ৪১ মৃত্যু, শনাক্ত ২৭৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু ঘটেছে। এসময়ে করোনাভারাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৭জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯১৩ জন করোাভাইরাসে আক্রান্ত রোগী।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়।

নতুন শনাক্তদের নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯১ জন। আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট সেরে ওঠেছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যুতে দেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৭৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮.৭২ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী ৩ হাজার ৭৮১ জনের মধ্যে পুরুষ ২ হাজার ৯৮৭ (৭৯ শতাংশ) ও নারী ৭৯৪ জন (২১ শতাংশ) মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন ও ষাটোর্ধ্ব রয়েছেন ২৪ জন। গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মৃত ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে সাতজন, বরিশাল বিভাগে তিনজন. রংপুর বিভাগের তিনজন ও ময়মনসিংহে একজন রয়েছেন।

বিএ-১৮