মাধবপুরে এক সঙ্গে তিন শিশুর জন্ম

মাধবপুর প্রতিনিধি


আগস্ট ১৯, ২০২০
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২০
১০:৫৫ অপরাহ্ন



মাধবপুরে এক সঙ্গে তিন শিশুর জন্ম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রহিমা বেগম নামের এক নারী অস্ত্রোপচার ছাড়াই এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। আজ বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তিনি তিন কন্যাসন্তান প্রসব করেন।

রহিমা বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে শিশুদের দেখতে গ্রামের মানুষজন তার বাড়িতে ভীড় করেন।

তিন শিশুর শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে। মাও সুস্থ আছেন বলে জানিয়েছেন মা-মনি প্রকল্পের প্যারামেডিকস নাইস খাতুন। তিনি বলেন, সিজার ছাড়াই তার হাতে একে একে তিনটি সন্তান প্রসব হয়েছে। তিন সন্তানের মধ্যে ১ম সন্তানের ওজন ১ কেজি ৫০০ গ্রাম, ২য় সন্তানের ওজন ১ কেজি ৭০০ গ্রাম ও ৩য় সন্তানের ওজন ১ কেজি ৩০০ গ্রাম। তাদের শিশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তারা টাকার অভাবে চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতে চলে গেছেন।

তিনি আরও জানান, পরিবারটি খুবই গরিব। ওষুধ কিনে খাওয়ার টাকা পর্যন্ত নেই তাদের কাছে। সরকারিভাবে যতটুকু সম্ভব ওষুধ দেওয়া হয়েছে।

বাবা আব্দুস সালাম জানান, তার ঘরে ৪ বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে।

 

এসএম/আরআর-০৬