ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ২০, ২০২০
১০:৪৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২০
১০:৫০ পূর্বাহ্ন
উয়েফা চ্যাম্পিয়ন লিগে পিএসজি তারকা এমবাপ্পের প্রত্যাশিত অল ফ্রেঞ্চ ফাইনাল হলো না। পিএসজি আগের রাতে ফাইনাল নিশ্চিত করে। কোর্য়্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমক দেখানোর অলিম্পিক লিওঁর দৌড় থেমে গেল সেমিতেই। গত রাতে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হারে তারা। আগামী ২৩ আগস্ট প্রথমবারের মতো ফাইনালে ওঠা পিএসজির মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
৮৮ মিনিটে কিমিখের ক্রসে লাফিয়ে উঠে হেড করে বহুদিন পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোলের স্বাদ পেলেন লেভানডফস্কি। এতে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল হয়ে গেল তাঁর। তাঁর সামনে এখন শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড (এক মৌসুমে ১৬ ও ১৭ গোল)।