সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২১, ২০২০
১০:০৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২১, ২০২০
১০:০৪ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘন্টায় আরও দুই হাজার ৪০১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৯০ হাজার ৩৬০ জনে।
প্রাণঘাতি এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৯ জন। এর মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১২ জন। মৃতদের ৩৬ জন হাসপাতালে ও বাড়িতে ৩ জন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৮৬১ জনে।
গত ২৪ ঘন্টায় ৯১টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৯৪৩টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি।
আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরসি-০২