গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে তাহিরপুরে দোয়া

তাহিরপুর প্রতিনিধি


আগস্ট ২১, ২০২০
১১:৫৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২০
১১:৫৮ অপরাহ্ন



গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে তাহিরপুরে দোয়া

বিভীষিকাময় ২১শে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরনণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

আজ শুক্রবার (২১ আগস্ট) বাদ জুম্মা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন তাহিরপুর বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা দ্বীন ইসলাম আজাদী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ-সভাপতি আলী মর্তূজা, ইকবাল হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক বাচ্চু মিয়া, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুড়ি ইউনিয়ন আ'লীগ নেতা বাবুল মিয়া, যুব মহিলালীগ নেত্রী আইরিন বেগম, রেবা আক্তার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, আহমাদুল হাসান, আজহারুল, অপু প্রমূখ।

এএইচ/আরসি-০৬