ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ২২, ২০২০
০৩:২৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২২, ২০২০
০৩:৪২ পূর্বাহ্ন
উয়েফা ইউরোপা লিগের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেনের ক্লাব সেভিয়া ও ইতালির ইন্টার মিলান। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালে কোনো দলই পরিস্কার ফেভারিট নয়। তবে ইতিহাস সেভিয়ার পক্ষে। স্প্যানিশ ফুটবলে খুব একটা সাফল্য না পেলেও ইউরোপা লিগে দারুণ সফল দলটি। মাত্র একবার লা লিগার শিরোপা জেতা সেভিয়া ইউরোপা লিগ জিতেছে পাঁচবার। আর কোন দল এতোবার এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি। পাঁচবারের মধ্যে ২০১০ সালের পর থেকেই তিনবার ইউরোপা জিতেছে সেভিয়া।
সাম্প্রতিক ফর্মেও দারুণ অবস্থানে আছে ক্লাবটি। লা লিগায় এবার যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট ছিল সেভিয়ার। মৌসুমজুড়ে লিগে মাত্র ৭ ম্যাচ হারা দলটি কদিন আগে ইউরোপার সেমিফাইনালে ফর্মে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডে দাঁড়াতেই দেয়নি।
দুর্দান্ত ফর্মে আছে অবশ্য ইন্টার মিলানও। ইতালিয়ান সিরি 'আ'তে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে লিগ শেষ করেছে ক্লাবটি। চ্যাম্পিয়ন জুভেন্টাসের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে ছিল ইন্টার। লিগের ৩৮ ম্যাচের মধ্যে ৪ হারের বিপরীতে ২৪ ম্যাচ জেতা ইন্টার ইউরোপা লিগেও দুর্দান্ত ফুটবল খেলেছে। দলটির আক্রমনভাগের দুই তারকা রোমেলু লুকাকু ও লাওতেরো মার্টিনেজ আছেন দুর্দান্ত ফর্মে। দেখা যাক, রাতে শেষ হাসি কার মুখে শোভা পায়।
এএন/০৫