বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৬ জনের প্রাণহানি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২২, ২০২০
০৬:৩৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২০
০৬:৩৩ অপরাহ্ন



বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৬ জনের প্রাণহানি

ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের চালকসহ ছয়জন নিহত হয়েছেন। 

ভালুকা ডিগ্রি কলেজের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান।

তিনি জানান, নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ নারী ও ১ শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি। 

তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী প্রাইভেটকারটিকে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও পাঁচ যাত্রী নিহত হয়।

বিএ-০২