বিশ্বনাথ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২০
০৯:০০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২০
০৯:০০ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কমসূচি পালন করা হয়েছে। রবিবার (২৩ অগষ্ট) সকাল ১১টায় উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’ নামের সংগঠন।
সেই সঙ্গে ওই মানববন্ধনে ব্যনার সহকারে অংশগ্রহণ করে বিশ্বনাথ মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক এস এ সাজুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একে আজাদ খান, সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-সিংগেরকাছ-লামাটুকের বাজার-লামাকাজি বাস শ্রমিক সমিতির সভাপতি ফজর আলী, সংস্থার যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, ইউপি সদস্য নজরুল ইসলাম দুলাল, বিশ্বনাথ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল আলিম মাছুম, পল্লী ফোরামের সভাপতি আলী আনহার শাহান, শ্রমিক নেত বাবুল মিয়া, সংগঠক হাফিজ আনোয়ার হোসেন, মাওলানা সাজিদুর রহমান, মাহফুজুর রহমান সালমান, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
মাবনবন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কসহ বিভিন্ন সড়কে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এসব গর্তে পড়ে বিভিন্ন যানবাহন সড়ক দুর্ঘটনায় কবলিত হচ্ছে। ওই সড়কগুলো দিয়ে এলাকাবাসী জীবনের ঝুকি নিয়ে চলাচল করে আসছেন। কিন্তু ওই সড়কগুলো সংস্কার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না।
বক্তারা আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে সড়কের মধ্যে থাকা গাছ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলে এবং বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের উন্নয়ন কাজ দৃশ্যমান না হলে বাসিয়া ব্রিজের উপর আমরণ অনশন কর্মসূচী পালন করা হবে। বক্তারা দ্রুত সড়কগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহবান জানান।
এমএএস/বিএ-১৬