অপহরণের আড়াই মাস পর ওসমানীনগরের কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ২৩, ২০২০
০৪:৩৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৩, ২০২০
০৪:৩৯ অপরাহ্ন



অপহরণের আড়াই মাস পর ওসমানীনগরের কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার

অপহরণের প্রায় আড়াই মাস পর ওসমানীনগরের এক স্কুল ছাত্রীকে (১৭) চট্টগ্রাম থেকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতের নাম সোয়েব হাসান (২২)। সে নেত্রকোণার কেন্দুয়া থানার পাটুয়াপাড়া গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। 

শনিবার (২২ আগস্ট) ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য, জাহেদ হাসান ও দিবাস চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রামের পতেঙ্গা থানার পশ্চিম হোসেন আহমদ পাড়া থেকে মামলার আসামী সোয়েব হাসানকে (২২) গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্য মতে ইপিজেড থানার এস আলম এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুবিনয় বৈদ্য জানান, গত ৭ জুন ওসমানীনগরের আহমদনগর এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ব্যপারে ওই কিশোরীর বাবা সোয়েব হাসান এবং তার মা ও ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে ওসমানীনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামী ও ভিক্টিমের অবস্থান নিশ্চিত হয়ে  চট্টগ্রামে অভিযান পরিচালনা করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, সিলেটের পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দিন পিপিএম ও সহকারি পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম মহোদয়ের সঠিক নির্দেশনায় অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোয়েব হাসানকে আজ রবিবার বিকেলে সিলেটের আদালতে ও ভিক্টিম কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। 

ইউডি/বিএ-২০