সিলেটে মৃত্যুহীন দিনে সুস্থ ৪৪১

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৪, ২০২০
০৭:২৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৪, ২০২০
০৭:২৭ অপরাহ্ন



সিলেটে মৃত্যুহীন দিনে সুস্থ ৪৪১

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এসময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪৪১ জন।    গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১০৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৩৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৯৩২ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৫৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৩৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৪০১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৪ জন। হবিগঞ্জে এ সময়ে কেউ সুস্থ হননি। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৩৬ জন।

সিলেট বিভাগে ৬ হাজার ৬৮৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৩ হাজার ৪২৬ জন, সুনামগঞ্জের ১ হাজার ৪৭৪ জন, হবিগঞ্জের ৯৩১ জন ও মৌলভীবাজার জেলার ৮৫৬ জন। 

করোনা আক্রান্ত ১৪২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬৮ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৭ জন ও মৌলভীবাজারে ১৮ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।'

বিএ-১০