স্বপদে বহাল নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান মুকুল

নবীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৪, ২০২০
০৬:৪৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৪, ২০২০
০৬:৪৭ অপরাহ্ন



স্বপদে বহাল নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান মুকুল

ইমদাদুর রহমান মুকুল

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ১১ নম্বর গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

রবিবার(২৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. খসরুজ্জামান ও বিচারপতি এম. মাহমুদ হাসান তালুকদারের দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেন। ইমদাদুর রহমান মুকুলের পক্ষে রিট মামলাটি পরিচালনা করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু। 

উল্লেখ্য, সরকারের ১০ টাকা কেজি চাল বিতরণের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে সেটি প্রকাশিত ও প্রচারিত হয়। এর প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। পরে উপজেলা প্রশাসন শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ পেশ করে।

ওই সুপারিশের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৭ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে সাময়িক বরখাস্ত করে। পাশাপাশি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে কেন এ পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ১১ নম্বর গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত ঘোষণা করেন।

হাইকোর্টের এই আদেশের ফলে ইমদাদুর রহমান মুকুল নবীগঞ্জ উপজেলার ১১ নম্বর গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় বহাল হলেন।

 

এএম/আরআর-০২