পিএসজির হারে ফ্রান্সে আনন্দ-উচ্ছ্বাস!

খেলা ডেস্ক


আগস্ট ২৫, ২০২০
১২:৪০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২০
১২:৪০ পূর্বাহ্ন



পিএসজির হারে ফ্রান্সে আনন্দ-উচ্ছ্বাস!

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ১-০ গোলে হেরেছে প্যারিস সেন্ট জার্মেইন। তাদের হারে খুশি হয়েছেন ফ্রান্সের অনেকে। আনন্দ মিছিল বের হয়েছে রাস্তায়। তারা মূলত ফ্রান্স ক্লাব মার্সেইয়ের সমর্থক। এমনকি ফ্রান্স জাতীয় দলের ফুটবলার এবং ফ্রান্স লিগের দল মার্সেইয়ে খেলা দিমিত্রি পায়েটও ভেংচি কেটেছেন পিএসজিকে।

ফ্রান্সের চতুর্থ দল হিসেবে পিএসজি ইউরোপ সেরার ফাইনালে উঠেছিল। কিন্তু শিরোপা জিততে পারেনি। চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্ব এখনও তাই কেবল মার্সেইয়ের টিকে রইল। ১৯৯৩ সালে ইউরোপ সেরার মুকুট জিতেছিল তারা। লিগ ওয়ানের ক্লাবটি আবার পিএসজির বড় প্রতিপক্ষ। তাদের সঙ্গে পিএসজির সম্পর্ক তিক্ত। অনেকটা লা লিগার রিয়াল-বার্সার মতো। কিংবা ইংলিশ লিগে ম্যানইউ-ম্যানসিটির যেমন।

বায়ার্নের বিপক্ষে পিএসজি হারের পরই মার্সেই ভক্তরা উদযাপন করতে রাস্তায় নেমে পড়েন। উল্লাস করেন, আনন্দ মিছিল করেন। 

আর ফ্রান্সের রাস্তায় নেইমার-এমবাপ্পেদের হারের পর ভক্তরা সামাজিক দূরত্বের কথা মাথায়ই রাখেননি। তারা স্লোগান ধরেন, প্যারিসিয়ানরা কই। কোথায় তারা। পিএসজি ফ্রান্সের খুব বেশি দিনের ক্লাব নয়। মাত্রই ৫০ বছর পূর্তি করলো তারা। কাতারের তেলের অর্থের ঝনঝনানিতে তারা শক্তিশালী দল গড়েছে। লিগে একক আধিপত্য কায়েম করেছে। 

এএন/০৪