ওসমানীর ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৪, ২০২০
০৩:৪১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৪, ২০২০
০৪:৪০ অপরাহ্ন



ওসমানীর ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ কর্মকর্তা জানান, সোমবার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২৪ জন, সুনামগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ২ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

এনিয়ে সিলেট জেলায় আক্রান্ত ৫ হাজার ৪১৫ জন, সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৫৬ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৩৮৯ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১২৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজার জেলায় ২০ জন মারা গেছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৬ হাজার ৬৮৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৪২৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৭৪ জন, হবিগঞ্জে ৯৩১ এবং মৌলভীবাজার জেলায় ৮৫৬ জন। 

করোনা আক্রান্ত ১৪২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজারে ১৮ জন।

এনসি/আরসি-০১