সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৫, ২০২০
০৯:৪১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২০
০৯:৪১ পূর্বাহ্ন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার, মেজর জেনারেল (অব.) বীর উত্তম চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে সংবাদমাধ্যমে এই বিবৃতি প্রেরণ করে।
বিবৃতিতে ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘বীর উত্তম মেজর জেনারেল সি আর দত্তের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিলে আমাদের গ্রামের বাড়ি সিলেট-ঢাকা মহাসড়কের কুরুয়াসহ কয়েকটি স্থানে ক্যাম্প করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ শুরু করেন তৎকালীন মেজর দত্ত। তাঁর সাথে ছিলেন কমান্ড্যান্ট মানিক চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহ মোদাব্বির আলী, প্রখ্যাত ছাত্র নেতা আখতার আহমদ, প্রবাসী নুরুল ইসলাম প্রমুখ। মনে পড়ে, আমরা পুরো পরিবার ও গ্রামবাসীরা তাঁদের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছিলাম।’
স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পুরো নয় মাসের স্মৃতি আজও আমাদের মানসপটে উজ্জ্বল। আখতার আহমদ, মানিক চৌধুরীসহ অনেকেই বেশ আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। পরিণত বয়সে সি আর দত্ত চলে গেলেন। তাঁর মৃত্যুতে বাঙালির অপূরণীয় ক্ষতি হলো। এই অকুতোভয় যোদ্ধাকে আমাদের স্যালুট!’
ড. সালেহ উদ্দিন বিবৃতিতে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সি আর দত্তের প্রয়াণে বাংলাদেশ একজন অসামান্য দেশপ্রেমিককে হারিয়েছে। তিনি ছিলেন জাতির সূর্যসন্তান। দেশের জন্য তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
আরসি-০১