মৃত্যু ৪ হাজার ছাড়াল, শনাক্ত ৩ লাখ ছুঁইছুঁই

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৫, ২০২০
১০:২৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২০
১০:২৩ অপরাহ্ন



মৃত্যু ৪ হাজার ছাড়াল, শনাক্ত ৩ লাখ ছুঁইছুঁই

করোনাভাইরাসে দেশে মৃতের সংখ্যা ৪ হাজারের ছাড়িয়ে গেলো। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস ৪৫ জনের মৃত্যুসহ এখন পর্যন্ত মোট ৪ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা তিন লাখ ছুঁইছুঁই।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৩ জনের নতুন পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭০ হাজার ১৯১টিতে। নতুন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৪৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৯ হাজার ৬২৮ জনে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

নতুন মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ, ১৩ জন নারী। এরমধ্যে ঢাকায় ২৫ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৪ জন, বরিশালে ২ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ২ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ।

বিএ-১৪