বিশ্বনাথ প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২০
১২:২৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২০
১২:২৮ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিবেশ ও নদী রক্ষা কমিটির উদ্যোগে উপজেলার সড়কগুলো সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বাইপাস সড়কের আনিকা সেন্টার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবেশ ও নদী রক্ষা কমিটির আহ্বায়ক মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সায়েদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন, সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব ফিরোজ খান, স্থানীয় ইউপি সদস্য জহুর আলী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জয়নাল আবেদীন, কাতার যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা পরিবেশ ও নদী রক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ফয়জুল ইসলাম জয়, উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান গোলাপ, উপজেলা পরিবেশ ও নদী রক্ষা কমিটির সদস্য আবদুল্লাহ ও ফিরোজ আলী।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলার প্রায় ২১টি জনবহুল পাকা সড়ক ও অসংখ্য গ্রামীণ সড়কের পিচ উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। আর সম্প্রতি বন্যার পর সব সড়ক এতটাই বেহাল অবস্থায় আছে যে সেগুলো দিয়ে যাতায়াত করতে রীতিমত ভয় পান যাত্রীসাধারণ। অনেক সড়কে অল্প বৃষ্টি হলেই পানি জমে তৈরি হয় ছোটখাটো পুকুর। ফলে বেহাল সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে।
উপজেলার সবক'টি সড়ক দ্রুত সংস্কার করার জন্য স্থানীয় সাংসদ মোকাব্বির খানের প্রতি আহ্বান জানান তারা। এ সময় তারা আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের বড় বড় গর্তগুলো ভরাট করে যান চলাচলের উপযোগী করা না হলে উপজেলা এলজিইডি অফিস ঘেরাও করার কর্মসূচি দেওয়া হবে বলেও আল্টিমেটাম দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সদস্য শফিক আলী, সংগঠক তজম্মুল আলী, হেলাল উদ্দিন, পাবেল আহমদ, ফাহিম আহমদ, রাজা মিয়া, শিহাব উদ্দিন, মনসুর আহমদ, নাজিম আহমদ, আশিক আহমদ, রুমেল আহমদ, আব্দুর রব, ফারুক আহমদ, উপজেলা পরিবেশ ও নদী রক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান, রাজন আহমদ অপু, জাকির হোসাইন, সদস্য সচিব আলী আফসান দুলাল, যুগ্ম-সচিব শহীদুল ইসলাম শহীদ, সদস্য ফয়েজ আহমদ, মোস্তাফিজুর রহমান শাহীন, সনর দেবনাথ, বাবুল দেবনাথ, বাবলু চৌধুরী, আল-আমিন, সেলিম আহমদ, মঈনুল ইসলাম, শেখ মইনুল ইসলাম, আফসর আলী, আব্দুস সালাম, খোকন আহমদ, কুতুব উদ্দিন, তুরণ মিয়া, জাকির আহমদ, মাহবুবুর রহমান, মঈনুল ইসলাম, আবু তাহের, নাহিদ আহমদ এহিয়া, ফয়ছল আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
এমএ/আরআর-০৩