গোলাপগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৫, ২০২০
০৩:২৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২০
০৩:২৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা

এম জি মোস্তফা

সিলেটের গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সংবাদকর্মী এম জি মোস্তফা। সোমবার (২৪ আগস্ট) রাত ১১ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা নূর মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত ব্যবসায়ীর বোন আমিনা ফেরদৌস ফরিদা বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আমিনা ফেরদৌস ফরিদা তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, সোমবার রাত ১১টায় তার ভাই সাংবাদিক এম জি মোস্তফা গোলাপগঞ্জ উত্তর বাজারে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাঘা ইউনিয়নের কালাকোনা রোডস্থ নূর মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছামাত্র পূর্ব থেকে ওত পেতে থাকা অজ্ঞাত ৪-৫ জন জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় আহত মোস্তফার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তার সঙ্গে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী হামলার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, 'হামলার ঘটনায় মঙ্গলবার দুপুরে মোস্তফার বোন বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।'

 

এফএম/আরআর-১৩