হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে খুন, আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৬, ২০২০
০৬:২৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২০
০৬:৩৫ পূর্বাহ্ন



হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে খুন, আটক ১

হবিগঞ্জ শহরে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের অন্ততপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মিয়া শহরের মোহনপুর এলাকার আব্দুল মন্নাফের ছেলে। বর্তমানে তারা শহরের অনন্তপুর এলাকায় ভাড়া বাসাতে থাকেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীর মিয়া ও সুমন মিয়ার মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে বিভিন্ন সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়াকে একা পেয়ে ছুরিকাঘাত করেন সুমন। এতে জাহাঙ্গীর গুরুত্বর আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। সিলেট নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

তিনি জানান- এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সুমন মিয়াকে আটক করেছে। এছাড়া তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে।

বিএ-০২