সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৬, ২০২০
০৫:২৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২০
০৫:৩০ অপরাহ্ন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ি থেকে এক গৃহবধূ ও তার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রাম থেকে বুধবার (২৬ আগস্ট) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান।
মৃতরা হলেন- ওই গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩২) ও তাদের ৫ বছর বয়সী ছেলে।
ওসি বলেন, মোসলেমা ও তার ছেলের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনকে আটক করা হয়েছে।
তবে ঘটনায় কে বা কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেন নি এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিএ-০৯