বিয়ানীবাজার প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২০
১১:৫৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২০
১১:৫৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর নাম বুশরা বেগম। সে চারখাই পইলগ্রামের মুহিবুর রহমান ময়ুর মেয়ে।
আজ বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বুশরার করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরে আজ বুধবার সকালে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হলে দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইশহাক আজাদ জানান, স্বাস্থ্যবিধি অনুযায়ী তার নিজ গ্রামের বাড়িতে দাফনকার্য সম্পন্ন করবে উপজেলার স্বেচ্ছাসেবী দল। ইতোমধ্যে স্বেচ্ছাসেবীরা দাফনকার্যের সকল প্রস্তুতি নিয়েছেন।
প্রসঙ্গত, এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের প্রাণহানি হয়েছে।
এসএ/আরআর-০৫