দেশে এ মাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৭, ২০২০
১২:৩৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন



দেশে এ মাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমতির দিকে থাকলেও সে অনুপাতে কমেনি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ চব্বিশ ঘণ্টায় এই ভাইরাসে অর্ধশতকের বেশি দেখেছে দেশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

আজ বুধবার (২৬ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে দেশে কভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জন।

এর আগে দেশে সবশেষ পঞ্চাশ ছাড়ানো মৃত্যুর ঘটনা ঘটেছিল গত ২৬ জুলাই। ওই দিনও মৃত্যুর সংখ্যা ছিল ৫৪ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৬৪ জন, ৩০ জুন; আর সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৯ জন, ২ জুলাই।

 

এএফ/০২