খেলা ডেস্ক
আগস্ট ২৭, ২০২০
০৩:০৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২০
০৩:০৬ পূর্বাহ্ন
মেসি-রোনালদোহীন চ্যাম্পিয়নস লিগের এবারের সেরা একাদশ। বিস্মিত হওয়ার কিছু নেই। এবার যে অন্যরকম এক উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ফুটবল বিশ্ব। যেখানে এক যুগ পর ছিল না লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দাপট। ফাইনালের আগেই পথ হারায় তাদের দল। সঙ্গত কারণেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই সেরার লড়াই শেষে সেরা একাদশেও নেই তারা।
প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) পেছনে ফেলে ট্রফি জিতেছে বায়ার্ন মিউনিখ। তার পথ ধরে চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশেও দলটির ফুটবলারদের আধিপত্য।
ফুটবলের নামী ওয়েবসাইট গোল ডটকমের করা সেরা একাদশে রোনালদো-মেসি অবশ্য শুধু ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য নয়, দলের কারণেও নেই। ১৫ বছর পর দুই তারকাকে ছাড়া ফাইনালটা বিবর্ণ ছিল।
বার্সেলোনার মেসি আর জুভেন্টাসের রোনালদো না থাকলেও একাদশে আছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। মজার ব্যাপার হলো সেরা একাদশে ৮ জনই বায়ার্নের।
গোল ডট কমের এবারের চ্যাম্পিয়নস লিগ একাদশ হচ্ছে গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), রাইট ব্যাক: জশুয়া খিমিচ (বায়ার্ন মিউনিখ), সেন্টার ব্যাক: দায়াত ওপামেকানো (লাইপজিগ), সেন্টার ব্যাক: ডেভিড আলবা (বায়ার্ন মিউনিখ), লেফট ব্যাক: আলফাসানো দাভিয়েস (বায়ার্ন মিউনিখ), রাইট উইং: সার্জি জিনাব্রি (বায়ার্ন মিউনিখ), সেন্টার মিডফিল্ডার: থিয়াগো আলকানতারা (বায়ার্ন মিউনিখ), সেন্টার মিডফিল্ডার: থমাস মুলার (বায়ার্ন মিউনিখ), লেফট উইং: নেইমার দ্য সিলভা (পিএসজি), স্ট্রাইকার: এর্লিং হালান্ড (বরুসিয়া ডর্টমুন্ড) ও স্ট্রাইকার: রবার্ত লেভানদোস্কি (বায়ার্ন মিউনিখ)।
এএন/০৫