নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২০
০৩:৩৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২০
০৩:৪২ অপরাহ্ন
সিলেট জেলার ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, ‘আজ (বুধবার) হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত সবাই সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৩৪৫ জন। এদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৫ হাজার ৪৭৭ জনে, সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৯৭০ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৭৮ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৪২০ জন। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৩১ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ২০ জন মারা গেছেন।
সিলেট বিভাগে ৭ হাজার ১১৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৭০২ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ৯৫৫ এবং মৌলভীবাজার জেলায় ৯২৩ জন। করোনা আক্রান্ত ১৩৩ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ৪১ জন এবং মৌলভীবাজারে ১৬ জন।
এনসি/এএফ-০৬