ফের শুরু গোয়ালাবাজার-সৈয়দপুর সড়কের কাজ

ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ২৬, ২০২০
০৩:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২০
০৩:৪০ অপরাহ্ন



ফের শুরু গোয়ালাবাজার-সৈয়দপুর সড়কের কাজ

দীর্ঘ ৫ মাস বিরতির পর গোয়ালাবাজার-সৈয়দপুর (জগন্নাথপুর) সড়কের ওসমানীনগর অংশের সংস্কারকাজ আবারও শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

ওসমানীনগর উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৗশলী নাজমুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার (২৬ আগস্ট) বিকেল থেকে আবারও এই সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে।

জানা যায়, প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী গোয়ালাবাজার-সৈয়দপুর সড়কটি দীর্ঘদিন সংস্কারবিহীন ছিল। গতবছরের অক্টোবর মাসে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এ সড়কের ওসমানীনগর অংশের (খাদিমপুর নিউমার্কেট পর্যন্ত) কাজ শুরু হয়, যা আগামী বছরের ১৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। কিন্তু শুরু থেকেই কাজের ধীরগতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার শেষ করা নিয়ে প্রশ্ন দেখা দেয়। গত ৭ মাসে কিছু জায়গায় আরসিসি ঢালাই, সড়ক খোঁড়াখুঁড়ি ও বক্স তৈরির কাজ সম্পন্ন হয়। মাত্র ১৫ ভাগ কাজ হওয়ার পর করোনার প্রাদুর্ভাব দেখিয়ে চলতি বছরের মার্চের শেষদিকে অনির্দিষ্ট সময়ের জন্য কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান রাশেদুজ্জামান কন্সট্রাকশন।

এর ফলে এ বছর বর্ষা মৌসুমে গোয়ালাবাজার-সৈয়দপুর সড়কে জনভোগান্তি চরম আকার ধারণ করে। বড় বড় গর্তের কারণে সড়কে যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় এলাকার অর্ধলক্ষাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচুর লেখালেখি হলে টনক নড়ে প্রশাসনের। এরই প্রেক্ষিতে বুধবার থেকে সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু হয়েছে।

এ প্রসঙ্গে ওসমানীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী নাজমুল করিম বলেন, 'সড়কের ১৫ শতাংশ কাজ শেষ হওয়ার পর করোনার কারণে সংস্কার বন্ধ ছিল। আজ আবারও কাজ শুরু হয়েছে। আশা করছি জনভোগান্তির কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।'

 

ইউডি/আরআর-১৩