ছেলে খুন হওয়ার খবর শুনে মায়ের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৭, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন



ছেলে খুন হওয়ার খবর শুনে মায়ের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক ইউপি সদস্য জয়নাল আবেদিন (৫৬)সহ দুইজন মারা গেছেন। জয়নাল আবেদিনের মৃত্যু সংবাদ পেয়ে তার মা জয়নবী বেগম (৯০) ছেলে হারানোর শোকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রিয়াজুল (৬২) নামে আরও একজনের মৃতু্য হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম রাজনগর গ্রামে সংঘর্ষ হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাদের মৃত্যুবরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও গ্রামের আবাদি জমি নিয়ে স্থানীয় জিয়াউল ও ইয়াদ আলীর সমর্থকদের মধ্যে কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। বুধবার সকালে জিয়াউলের দখলে থাকা জমিতে তিনি ও তার অনুসারীরা চলতি রোপা-আমন ধানের চারা বোনে। প্রতিপক্ষ ইয়াদ আলী ও তার অনুসারীরা দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় জিয়াউলদের ওপর। এ ঘটনায় উভয় পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের কয়েকজন আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় জিয়াউলের মামা ও ঝিনাইগাতীর গৌরিপুর ইউপি সদস্য জয়নাল আবেদিন (৫৮) এবং ইয়াদ আলীর ছোট ভাই রিয়াজুলকে (৬৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে ইউপি সদস্য জয়নাল আবেদিনের মৃত্যুর খবর পেয়ে তার বৃদ্ধা মা ছেলের শোক সইতে না পেরে নিজ বাড়িতে মারা যান।

ঝিনাইগাতী থানা পুলিশের ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদল।

বিএ-০৪