ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২০
০৭:৪৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২০
০৭:৪৭ অপরাহ্ন
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান ওসমানীনগরের সংস্কারবিহীন বিভিন্ন রাস্তার অবস্থা পরিদর্শন করেছেন । বুধবার (২৬ আগস্ট) উপজেলার উসমানপুর ইউনিয়নের খালেরমুখ-তালতলা বাজার রাস্তা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মোকাব্বির খান স্থানীয়দের সমস্যার কথা শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তা সংস্কারের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উসমানপুর ইউপি আওয়ামী লীগ নেতা ডা. তখলিছ আলী। উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামুল হকের পরিচালনায় এতে সাংসদ ছাড়াও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী অনুপ সরকার, উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাজী মাওলানা মনজুর আহমদ, বশির মিয়া, প্রভাষক জাকারিয়া টিপু, শিক্ষক শাহেদ আহমদ, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, এস এম হেলাল, খাদিজা আক্তার তান্নি, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার আলী আনু, হাসানুল করিম দরবেশ, সাজু মিয়া, আব্দুর রব, দুলাল মিয়া প্রমুখ।
এছাড়া একই দিনে সাংসদ মোকাব্বির খান সাদিপুর ইউনিয়নের বাংলা বাজার রাস্তা, দয়ামীর ইউনিয়নের নাজির বাজার থেকে খন্দকার বাজার রোড, শরিষপুর থেকে রনাগলপুর শনিরগাঁও রোড, দয়ামীর ঘোষগাঁও মাদারাসা বাজার রাস্তা, দয়ামীর দেওয়ান বাজার, থানারগাঁও মাদরাসা মার্কেট সুলতানপুর মাঝের মসজিদ, মাদার বাজার থেকে আজিজপুর রাস্তা পরিদর্শন করেন।
বিএ-০৬