সাংবাদিক ও ছড়াশিল্পী শাহাজাহান কমর আর নেই

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১০, ২০২৫
১১:৪৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২৫
১২:০৩ পূর্বাহ্ন



সাংবাদিক ও ছড়াশিল্পী শাহাজাহান কমর আর নেই


সাংবাদিক, ছড়াশিল্পী ও দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর (৫৫) আর নেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪ টায় রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ভাই, বোন, আত্বীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


পূর্বের সংবাদ-

শাহজাহান কমরের মৃত্যুতে ছড়া পরিষদের শোক


মরহুমের প্রথম জানাজার নামাজ বিকাল আজ বিকাল ৫টায় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজার নামাজ জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৌলভীবাজার জেলার কৃতি সন্তান শাহজাহান কমর বড়লেখা উপজেলাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান। তিনি ৭ ভাই ও তিন বোন এর মধ্যে ষষ্ঠ ছিলেন।

তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশনা লগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত  ছিলেন। সাংবাদিকতায় পেশাদারিত্ব ও নৈতিকতার আদর্শ উদাহরণ ছিলেন শাহজাহান কমর। 

সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক জৈন্তাবার্তার বিয়ানীবাজার প্রতিনিধি হিসেবে শাহজাহান কমরের কর্মময় জীবন শুরু হয়। এরপর অধুনালুপ্ত দৈনিক আজকের সিলেটে কাজ করেন। পরে যোগ দেন দৈনিক বাংলাবাজার পত্রিকায়। এরপর আমাদের সময় প্রকাশিত হলে তিনি সেখানে যোগদান করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেখানে মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। 



এএফ/০২