শাহজাহান কমরের মৃত্যুতে ছড়া পরিষদের শোক

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১১, ২০২৫
১২:০১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২৫
১২:০১ পূর্বাহ্ন



শাহজাহান কমরের মৃত্যুতে ছড়া পরিষদের শোক


সাংবাদিক, ছড়াশিল্পী ও দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঐতিহ্যিবাহী ছড়া সংগঠন ছড়া পরিষদ সিলেট। 

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ছড়া পরিষদ সিলেটের সভাপতি মুজিবুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জুয়েল স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।


পূর্বের সংবাদ-

সাংবাদিক ও ছড়াশিল্পী শাহাজাহান কমর আর নেই


শোক বার্তায় বলা হয়, শাহজাহান কমর নিজের কর্মময় জীবনের শেষদিন পর্যন্ত পেশাদার সাংবাদিক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছড়াশিল্পী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। শব্দ ও ছন্দে তার অদ্ভুদ দখল ছিল। তিনি ছড়া পরিষদের সঙ্গে অতোপ্রতোভাবে জড়িত ছিলেন। সাহিত্যপ্রাণ এই মানুষটির অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের জন্য গভীর সমবেদনা জানানোর পাশাপাশি স্বজন হারানোর বেদনা তারা যাতে কাটিয়ে উঠতে পারেন সেই প্রার্থনা করছি। পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।


এএফ/০৪