সভপতি বিদায় হও, মেসি থেকে যাও

খেলা ডেস্ক


আগস্ট ২৭, ২০২০
০৬:২১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২০
০৬:২১ অপরাহ্ন



সভপতি বিদায় হও, মেসি থেকে যাও

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে হৃদয় ভেঙে গেছে ক্লাবটির ভক্ত-সমর্থকদের। এ খবর প্রকাশিত হওয়ার পরই ন্যু ক্যাম্পের বাইরে বিক্ষোভ করেছে মেসি ভক্তরা।বার্সেলোনার দীর্ঘ দিনের প্রাণভোমরা লিওনেল মেসির দল ছাড়ার বিষয়টি মেনে নিতে পারছেন না ভক্ত-সমর্থকরা। তারা বিক্ষোভ করছে বার্সা সভাপতির বিরুদ্ধে। এমন কি ক্লাব সভপতি বার্তোমেউয়ের পদত্যাগ চাচ্ছেন তারা। তাদের এখন একটাই দাবি ‌বার্সা সভাপতি বিদায় হও, মেসি থেকে যাও।'

‘মেসি তুমি চলে যেও না’, ‘মেসি তুমি থেকে যাও’, ‘বার্তোমেউয়ের পদত্যাগ চাই’ এমনও স্লোগানে মুখরিত ক্যাম্প ন্যু প্রাঙ্গণ। প্রিয় তারকাকে যেকোনোভাবেই হোক ক্লাবে ধরে রাখতেই হবে যে!

মেসি চলে গেলেবার্সা কী হবে তার হিসেব মিলাতে পারছেন না ভক্তরা। তাদের মতে মেসি ছাড়া কি বার্সেলোনা কল্পনা করা যায়? না বার্সেলোনা ছাড়া মেসিকে? তাদের প্রিয় মেসিকে অন্য দলের জার্সিতে দেখতে চান না অনেকে।

রুবেন তেরেহো নামে ২৮ বছর বয়সী এক সমর্থক জানিয়েছেন, ‘আমি ওকে অন্য ক্লাবের হয়ে দেখতে পারব না। এটা সম্ভবই নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে মেসি এটা করেছে বর্তমান কর্তাব্যক্তিদের একটা আলটিমেটাম দেওয়ার জন্য।’ সেটা হলেই বরং ভালো বার্সা সমর্থকদের জন্য!

এএন/০৩