খেলা ডেস্ক
আগস্ট ২৭, ২০২০
০৯:৩০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২০
০৯:৩০ অপরাহ্ন
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সংবাদে তাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে শীর্ষ ক্লাবগুলোর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কোথায় যাচ্ছেন মেসি! তার জন্য অপেক্ষায় রয়েছে ৫ ক্লাব।
যদিও এক সময় মেসি বলেছিলেন ‘ইউরোপে বার্সেলোনাই আমার একমাত্র ক্লাব’। তারপর আর্জেন্টাইনটির স্পানিশ ক্লাব ছাড়া নিয়ে আর কোনো আলোচনা ছিল না। তবে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার চটজলদি বিদায়ে লিওনেল মেসির দলছাড়ার গুঞ্জন দেখা দেয়। অবশেষে গত মঙ্গলবার রাতে মেসি যখন ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেন, সঙ্গত কারণেই জিজ্ঞাস্য—কোথায় যাবেন এই সুপারস্টার? আপাতত সম্ভাব্য গন্তব্যের মধ্যে আছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও ইন্টার মিলান।
মেসির সম্ভাব্য গন্তব্যের তালিকায় সবার ওপরে আছে ম্যানচেস্টার সিটির নাম। গুঞ্জন আছে, সাপ্তাহিক ১০ লাখ ইউরো পারিশ্রমিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি থেকে প্রস্তাব আছে তার। মেসিও নাকি তাতে আগ্রহী। কারণ, সিটিতে আছেন তার সাবেক কোচ পেপ গার্দিওলা ও জাতীয় দলের সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো। মেসিকে পাওয়ার মতো আর্থিক সঙ্গতিও আছে ক্লাবটির। গার্দিওলা নিজেও সম্প্রতি মেসির সঙ্গে আলাপ করেছেন বলে জানা গেছে।
সিটির সঙ্গে মেসিকে পেতে চায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও। এমন দাবি করেছে খেলাধুলা বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ট’। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি ক্লাব চেলসিও আগ্রহী মেসির ব্যাপারে।
ছয়বারের ব্যালন ডি’অর মেসির ভবিষ্যত্ গন্তব্য হিসেবে ইংল্যান্ডের বাইরে বড় নাম প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। কারণ, দলবদলের বাজারে বিরাট অঙ্ক খরচ করার নজীর আছে কাতারের ধনকুবেরদের ক্লাবটির। মেসির জন্য চুক্তিতে থাকা ৭০ কোটি ইউরোর রিলিজ ক্লজটাও অনায়াসে দিতে পারবে এই ক্লাব।
সিরি ‘এ’র ক্লাব ইন্টার মিলানের নামও শোনা যাচ্ছে। সেই ২০০৮ সাল থেকেই ইন্টারের পছন্দের তালিকায় আছেন মেসি। চীনা মালিকানাধীন ইন্টার মেসিকে চার বছরের চুক্তিতে নিতে চায় বলে জানা গেছে।তাতে ইতালিতে দেখা যেতে পারে মেসি-রোনালদোর দ্বৈরথ। আবার মেসির ব্যাপারে আগ্রহ আছে রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাসের।
এএন/০৫