আরও ৪৫ মৃত্যু, শনাক্ত ২৪৩৬

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৭, ২০২০
০৯:৩৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২০
০৯:৩৩ অপরাহ্ন



আরও ৪৫ মৃত্যু, শনাক্ত ২৪৩৬

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ৪৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন হল।

মারা যাওয়া ৪৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ১২৭ জনে দাঁড়াল।

এসমেয়ে চিকিৎসাধীন আরও ৩ হাজার ২৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন হয়েছে।

বিএ-১৬