সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৭, ২০২০
১২:৫৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২০
১২:৫৮ অপরাহ্ন
সিলেট শহরতলীর মেজরটিলাস্থ ফিজা এন্ড কোং এর আউটলেটকে (শাখা) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
তিনি জানান,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের অপরাধে ফিজাকে এ জরিমানা করা হয়েছে ।
আজকের অভিযানে মেজরটিলার শাহজালাল ফার্মেসিকে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন র্যাব-৯ এর এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে আমিরুল ইসলাম মাসুদ জানিয়েছেন।
এএফ/০১