সাংবাদিক দিব্য জ্যোতি সী’র পিতৃবিয়োগ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৭, ২০২০
০৪:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২০
০৪:৫৬ অপরাহ্ন



সাংবাদিক দিব্য জ্যোতি সী’র পিতৃবিয়োগ

দৈনিক একাত্তরের কথা’র নিজস্ব প্রতিবেদক দিব্য জ্যোতি সী’র বাবা দীপক সী আর নেই। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি নগরের চালিবন্দর এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে নগরের চালিবন্দর শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

এদিকে, দিব্য জ্যোতি সী’র পিতৃবিয়োগে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, নজরুল ইসলাম মুনিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ ও প্রকাশক

শোকবার্তায় তারা দীপক সী’র বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।