সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৮, ২০২০
০৫:৪০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২০
০৫:৪০ পূর্বাহ্ন
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস । প্রায় ৪০ বছর ধরে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের হিসাব রাখা মার্কিন সাময়িকী ফোর্বস এ কথা জানিয়েছে।
ফোর্বস বলছে, গত ৪০ বছরে এই মাইলফলক আর কেউ স্পর্শ করতে পারেনি। বুধবার (২৬ আগস্ট) অ্যামাজনের শেয়ারের দর ২ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বেজোসের সম্পদ বেড়েছে প্রায় ৪৯০ কোটি ডলার। এর ফলে ৫৬ বছর বয়সী এই ব্যবসায়ী বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন সম্পদের মালিক হন।
ফোর্বস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দুপুর প্রায় ২টার দিকে বেজোসের সম্পদের পরিমাণ দাঁড়ায় ২০৪.৬ বিলিয়ন। মার্কিন এই সাময়িকীটি বলছে, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি বিল গেটসের সম্পদের পরিমাণ ১১৬.১ বিলিয়ন ডলার, বেজোসের সম্পদের চেয়ে প্রায় ৯০ বিলিয়ন ডলার কম।
তারা বলছে, মুদ্রাস্ফীতির হিসাব ধরলেও তাদের হিসাব মতে এ যাবতকালের সর্বোচ্চ ধনী জেফ বেজোসই।
উল্লেখ্য, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিতে অনলাইনে কেনাকাটা বাড়ায় সম্পদের পাহাড় গড়েছে অ্যামাজন। চলতি বছরের শুরুর তুলনায় বর্তমানে সংস্থাটির শেয়ারের দর বেড়েছে অন্তত ৮০ শতাংশ।
এএফ/০৭