ম্যান সিটির সঙ্গে আলোচনায় মেসির বাবা

খেলা ডেস্ক


আগস্ট ২৮, ২০২০
০৯:৩৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২০
০৯:৩৮ পূর্বাহ্ন



ম্যান সিটির সঙ্গে আলোচনায় মেসির বাবা

বার্সেলোনা ছাড়ার পর লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য হতে পারে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। মেসিও নাকি তার গুরুর ক্লাবেই যেতে চান। আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস' সেই গুঞ্জনের পালে হাওয়া লাগিয়ে দিল। পত্রিকাটি বলছে, মেসির বাবা হোর্হে মেসি নাকি হুট করেই ইংল্যান্ডে গেছেন। এই সফরের উদ্দেশ্য ম্যান সিটির সঙ্গে আলোচনা- এমনটাই মনে করছে গণমাধ্যমটি।

মেসিকে কেনার দৌঁড়ে এগিয়ে আছে ম্যান সিটি, ইন্টার মিলান এবং পিএসজি। অবশ্য আগেই বিশ্বের অন্যতম বড় স্পোর্টস নেটওয়ার্ক বিইন স্পোর্টসের ক্রীড়া সংবাদকর্মী ত্রানকেদি পালমেরি টুইট করে জানিয়েছেন যে, মেসির বাবার সঙ্গে যোগাযোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া স্প্যানিশ সংবাদমাধ্যম 'আরএসি ওয়ান' জানিয়েছে, এখন ইতিহাদে অবস্থান করছেন মেসির বাবা। সেখানে ম্যানসিটির সঙ্গে মেসির ৩ বছরের চুক্তি নিয়ে তিনি আলোচনায় বসবেন। 

পেপ গার্দিওলার সঙ্গে মেসির সুসম্পর্কের কথা সবাই জানেন। গার্দিওলাও অতীতে অনেকবার বলেছেন, মেসির প্রতি তার ভালোবাসার কথা। মেসিও তাকে গুরু বলে শ্রদ্ধা করেন। ২০০৭ সালে বার্সার 'বি' দল এবং পরের বছর তাদের সিনিয়র দলের দায়িত্ব নেন এই স্প্যানিয়ার্ড। ২০১২ সাল পর্যন্ত গার্দিওলার কোচিংয়েই বার্সেলোনার হয়ে দুই বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। 

এএন/০১