৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় লকডাউন ঘোষণা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৯, ২০২০
০৫:৫৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২০
০৬:০৮ পূর্বাহ্ন



৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় লকডাউন ঘোষণা

করোনাভাইরাস মোকাবেলায় এবার বছরজুড়ে এমসিও রাখার সিদ্ধান্ত নিলো মালয়েশিয়া।

আজ শুক্রবার (২৯ আগস্ট) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ৩১ ডিসেম্বর পর্যন্ত লকডাউন বাড়ানোর এ সিদ্ধান্ত জানিয়ে দেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। 

 টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এ ভাষণে প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিনের নতুন নতুন সংক্রমণ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা এমসিও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমসিও'র পাশাপাশি স্টান্ডার্ড অপারেটিং সিস্টেম বা এসওপি মেনে চলতে সবাইকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, এখনও পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। তবে বিশেষ কোনো স্থানে যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে এমসিও বা এসওপি ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনা হবে। 

নতুন এ ঘোষণায় বিদেশি পর্যটকদের আসার যে নিষেধাজ্ঞা ছিল তা বহাল রাখা হয়েছে। আরএমসিও এর মধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা সবকিছুই বহাল রাখা হয়েছে। এর ফলে যেসব অভিবাসী নিজ নিজ দেশে আটকা পড়েছেন তাদের মালয়েশিয়ায় ফেরা নিয়ে শঙ্কা আরো ঘনীভূত হলো।

 

এএফ/০৬