শাহী ঈদগাহ এলাকায় দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৯, ২০২০
০৬:০২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২০
০৭:৩১ পূর্বাহ্ন



শাহী ঈদগাহ এলাকায় দোকানে আগুন

সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার একটি কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১১ টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সিলেট ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনের কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা বলেন, 'নগরের শাহী ঈদগাহ এলাকার মাজারের বিপরীতে একটি কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা রাত ১১টা ২ মিনিটে খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।'

স্থানীয়রা জানান, শাহী ঈদগাহ'র বিপরিতে একটি বৈদ্যুতিক খুৎটিতে সর্ট সার্কিট হয়। এর পরই একটি বৈদ্যুতিক লাইনে আগুন ধরে। সে লাইনটির সংযোগ ওই দোকানের সঙ্গে থাকায় দোকানে আগুন লাগে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা দোকানে লেগে যাওয়া আগুন নিভানোর কাজে ব্যস্ত রয়েছেন বলে জানান তিনি।

এনএইচ/বিএ-০১