আরও ৩২ মৃত্যু, শনাক্ত ২১৩১

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৯, ২০২০
০৯:৪৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২০
১০:১৪ অপরাহ্ন



আরও ৩২ মৃত্যু, শনাক্ত ২১৩১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ২০৬ জনে দাঁড়াল।

এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৩১ জন। সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ১৩১ জনকে নিয়ে দেশে নতুন করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন।

শনিবার সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি জানানো হয়, গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ঘন্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে পুরুষ ২৬ জন, আর নারী ছয় জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন তিন হাজার ৩০০ জন, যা ৭৮ দশমিক ৪৬ শতাংশ এবং নারী মারা গেছেন ৯০৬ জন, যা ২১ দশমিক ৫৪ শতাংশ।

বয়স বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ১৮ জন। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে একজন এবং সিলেট ও রংপুর বিভাগে তিন জন করে রয়েছেন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ১৬০ জন, আর ছাড়া পেয়েছেন এক হাজার ৪০৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন চার লাখ ৯১ হাজার ৫৬২ জন, আর ছাড়া পেয়েছেন চার লাখ ৩৯ হাজার ৫১৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৪৪ জন। 

একই সময়ে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৫৬৫ জন, আর ছাড়া পেয়েছেন ২৮০ জন। এখন পর্যন্ত আইসোলেশেন যুক্ত হয়েছেন ৭০ হাজার ৪৩০ জন, ছাড়া পেয়েছেন ৫০ হাজার ৬১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৩৬৯ জন।

বিএ-১৫