মাধবপুর প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২০
১২:২৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২০
১২:২৯ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে পূর্ববিরোধের জের ধরে এক গর্ভবতী নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ওই নারী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় নির্যাতিত নারীর স্বামী হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের আরিফ মিয়া ওরফে হারিছ মিয়ার গর্ভবতী স্ত্রী শারমীন বেগমকে পূর্বশক্রতার জের ধরে গত ২২ আগস্ট একই গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে দুলাল মিয়া ও আপন মিয়া মারধর করে আহত করেন। গুরুতর আহত অবস্থায় শারমীন বেগমকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত শারমীন বেগমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। অসহায় শারমীন বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছেন।
এ ঘটনায় শারমীন বেগমের স্বামী আরিফ মিয়া ওরফে হারিছ মিয়া বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (কগ-৬) একটি মামলা দায়ের করেছেন।
এসএম/আরআর-০৫