শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২০
০৮:২৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২০
০৮:২৩ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
জানা যায়, আজ রবিবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কলিমনগরে এ ঘটনাটি ঘটে।
নিহত পিকআপ চালক মালম মিয়া (২৩) চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপির রতনপুর গ্রামের বশর উদ্দিনের পুত্র। তাতক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ চালক মালম মিয়া হবিগঞ্জ গাছের সারি নিয়ে যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ টু হবিগঞ্জ বাইপাস রােডের কলিমনগর নামক স্থানে ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে খাদে পড়ে এ ঘটনাটি ঘটেছে ।
শায়েস্তাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ।
বিএ-১৩