খেলা ডেস্ক
আগস্ট ৩০, ২০২০
১০:৪৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২০
১০:৪৯ অপরাহ্ন
লিওনেল মেসি ফ্রিতে দল ছাড়ার অনুরোধপত্র পাঠিয়েছে বার্সাকে। কিন্তু তা আমলে না নিয়ে মেসিকে নিয়ে বাণিজ্যে নেমেছে বার্সেলোনা। তবে আদালতে গেলে ক্লাবটির এসব ধান্ধাবাজি টিকবে কি না- এনিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
মেসি সঙ্গে বার্সার চুক্তিতে আছে ২০২০ মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়তে পারবেন। সেখানে সময়ের কোন উল্লেখ নেই। বার্সা দাবি করছে, ১৪ জুন শেষ হয়েছে মেসির ফ্রিতে দলবদলের শেষ সময়। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেনা সের দাবি করেছে, তারা চুক্তিপত্র দেখেছে। সেখানে তারিখের উল্লেখ নেই। বরং তিন বছরের চুক্তিতে বলা আছে শেষ বছরটা ঐচ্ছিক চুক্তি। মৌসুম শেষে চলে যেতে পারবেন মেসি। কোন রিলিজ ক্লজ ছাড়াই। করোনার কারণে মৌসুম জুনে শেষ হয়নি। মেসির তাই ফ্রিতে বার্সা ছাড়ার সুযোগ আছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। বার্সা তাই হাতের ও পাতের দুই‘ই হারানোর শঙ্কায় রয়েছে।
কাতালান ক্লাবটি বুঝে গেছে মেসি বার্সেলোনায় থাকবেন না। ম্যানচেস্টার সিটিতে যাবেন তিনি। মানসিকভাবে সেই প্রস্তুতি তিনি নিয়েই রেখেছেন। মেসিকে তারা শেষ পর্যন্ত রুখতে পারবে না কাতালানরা। বরং দুই পক্ষের সম্পর্ক তিক্ত হওয়ার সম্ভাবনা জোরালো।
কারণ বার্সা মেসির সঙ্গে আলোচনায় বসতে রাজি হচ্ছে না। মেসি তাই অনুশীলনে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। বার্সা তাই কোণঠাসা হয়ে মেসির রিলিজ ক্লজের শর্ত শীতিল করার কথা ভাবছে।
সংবাদ মাধ্যম মিরর জানিয়েছে, বার্সেলোনা মেসির দাম নির্ধারণ করেছে ২৮০ মিলিয়ন ইউরো। নগদ অর্থে মেসিকে এই দামেও কেনা অসম্ভব সিটির জন্য। বার্সা তাই ১৩০ মিলিয়ন ইউরোর সঙ্গে ম্যানসিটি থেকে ফুটবলার নেওয়ার কথা চিন্তা করছে। শত মিলিয়নের কাছাকাছি একটা নগদ ফান্ড পেতে চায় তারা। তবে মেসি যদি ক্লাবটির এমন আবদার আদালতে নিয়ে যায় তাহলে বার্সকে ফ্রিতেই ছাড়তে হতে পারে দলের মহাতারকাকে।
এএন/০২