খেলা ডেস্ক
আগস্ট ৩০, ২০২০
১০:৫৯ অপরাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২০
১০:৫৯ অপরাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে ২০২০ কমিউনিটি শিল্ড জিতেছে আর্সেনাল। এই প্রতিযোগিতায় ১৬তম শিরোপার স্বাদ নিয়ে এককভাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা লিভারপুল সেরার মুকুট ঘরে তুলেছে ১৫ বার।
শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে লিভারপুলকে ৫-৪ ব্যবধানে হারায় বর্তমান এফ এ কাপ চ্যাম্পিয়ন আর্সেনাল।
গানারদের হয়ে পাঁচ স্পট-কিকেই লক্ষ্যভেদ করেন রিস নেলসন, এইন্সলে মেইটল্যান্ড-নাইলস, ডেভিড লুইজ, সেডরিক সোয়ারেস ও পিয়েরে-এমেরিক অবামেয়াং। লিভারপুলের মোহমেদ সালাহ, ফাবিনহো, তাকুমি মিনামিনো ও কার্টিস জোন্স জাল খুঁজে নিলেও রিয়ান ব্রুস্টার মারেন পোস্টে।
মজার ব্যাপার হলো, গেল মৌসুমেও একই কায়দায় কমিউনিটি শিল্ডের শিরোপা খুইয়েছিল লিভারপুল। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের দল।
উল্লেখ্য, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও এফ এ কাপ চ্যাম্পিয়ন পরস্পরের মুখোমুখি হয় কমিউনিটি শিল্ডে। দুটি শিরোপা একই দল জিতলে লিগের রানার্সআপ দল অংশ নেওয়ার সুযোগ পায়। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ২১টি শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের।
এএন/০৩