চুনারুঘাটে তাঁতীলীগের শোক র‌্যালি ও আলোচনা সভা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ৩১, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩১, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন



চুনারুঘাটে তাঁতীলীগের শোক র‌্যালি ও আলোচনা সভা

হবিগঞ্জের চুনারুঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্বরণে উপজেলা তাঁতীলীগের শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের আয়োজনে শনিবার (২৯ আগস্ট) বিকেলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ তাঁতীলীগের সমর্থকদের নিয়ে উপজেলার বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মধ্য বাজারে এসে শোক শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. কবির মিয়া খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা তাঁতীলীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. ফজল মিয়া, প্রদিপ শীল, দিদার, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক কাজীম আলী মীর, পৌর তাঁতীলীগের সদস্য সচিব মো. আব্দুল মালেক, ১ নম্বর গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগ সভাপতি মো. জালাল উদ্দিন খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম রণি, আহম্মদাবাদ ইউনিয়ন তাঁতীলীগের সদস্য সচিব রাসেল আহমেদ, মিরাশী ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক ফারুক আহমদ, সদস্য সচিব জাবেল আহমেদ, রানীগাঁও ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক সুরুজ আলী, যুগ্ন আহবায়ক মো. মাহিফুল, সদর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মো. রিপন মিয়া, শানখলা ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক জলফু মিয়া ও সদস্য সচিব মো. মজিদসহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তাঁতীলীগ নেতৃবৃন্দরা।

বিএ-১৬