জগন্নাথপুরে গণহত্যা দিবস পালন

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০১, ২০২০
০৪:১৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২০
০৪:১৬ পূর্বাহ্ন



জগন্নাথপুরে গণহত্যা দিবস পালন

আজ ৩১ আগস্ট শ্রীরামসি গণহত্যা দিবস। এ উপলক্ষে আজ সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল কর্মসূচি পালন করা হয়েছে।

প্রথমবারের মতো ৩ নম্বর মিরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শ্রীরামসী আঞ্চলিক শোক দিবস উপলক্ষে সোমবার সকাল ১১টায় সৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বেলা ২টায় ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হকের সভাপতিত্বে ও সচিব সুদন চন্দ্র সরকারের পরিচালনায় সভায় বক্তব্য দেন, শহীদ পরিবারের সদস্য তানজির আলম, শহীদ স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান, আব্দুস শহীদ, মোস্তাক আহমেদ প্রমুখ। পরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এএ/আরআর-০৮