সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০১, ২০২০
০৭:২১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২০
০৯:২৭ পূর্বাহ্ন
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
আজ সোমবার (৩১ আগস্ট) রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে এ ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ, আজ সোমবার সন্ধ্যায় মারা যান ভারতের এই প্রাজ্ঞ রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার বিকাল পৌনে ছয়টার দিকে তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইটারে মৃত্যুর কথা জানিয়েছেন। ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও তার মৃত্যুর কথা ঘোষণা দেওয়া হয়।
২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। গত বছর আগস্ট মাসে তাকে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ‘ভারতরত্ন-’এ ভূষিত করা হয়।
এএফ/০১